লামার সাত ইউনিয়নের ৬৮ গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাই-সাইকেল বিতরণ

87

লামা প্রতিনিধিঃ-লামা উপজেলার গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ৬৮টি বাই সাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজা রশিদ।
শুক্রবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা চত্বরে লামা উপজেলার সাতটি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ৬৮টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অফিসের অন্যান্য কর্মকর্তা প্রমুখ।
লামা উপজেলা ইউএনও অফিসের অফিস সহায়ক মোঃ আব্দুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, উপজেলার ৭টি ইউনিয়নে ৬৯জন গ্রাম পুলিশ সদস্য রয়েছে। এর মাঝে ৬৮জনকে বাই সাইকেল দেওয়া হয়েছে। বাকী একজন গ্রামপুলিশ সদস্যের অফিসিয়াল মামলা থাকায় তাকে দেওয়া হয়নি।
বাই সাইকেল পেয়ে মোঃ মুকিম আলী নামের একজন গ্রাম পুলিশ সদস্য বলেন, আগে তাদের হেটে যেতে হত প্রতিটি জায়গায়। এখন বাইসাইকেল পেয়ে অনেকটা স্বস্তি বোধ করছি। আমাদের অনেক কষ্ট দূর হবে। এতদিন ধরে চাকরি করেছি কিন্তু এই ধরনের উপহার পাইনি কোন সময়। আজ সাইকেল পেলাম। এতে আমরা সকল গ্রাম পুলিশরা অনেক খুশি হয়েছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজা রশিদ বলেন, গ্রাম পুলিশ সদস্যরা সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাদের চলাচল ও কাজের গতি বাড়াতে সরকারী ভাবে বাই সাইকেল প্রদান করা হয়। প্রতিটি ইউনিয়ন পরিষদের দায়িত্বপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে গ্রাম পুলিশ সদস্যরা কেউ পায়ে হেঁটে আবার কেউ বা ভাঙা-চোরা সাইকেল নিয়ে দায়িত্ব পালন করে এসেছেন। সরকার তাদের গতিশীলতা আনতে প্রত্যেক গ্রাম পুলিশকে বাই-সাইকেল দিচ্ছে।