দীঘিনালা সেনাবাহিনীর কোভিড-১৯ মোকাবেলায় মানবিক সহায়তা প্রদান

143

সোহেল রানা, দীঘিনালাঃ-বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে চলছে কঠোর লকডাউন। এ পরিস্থিতিতে দীঘিনালায় শতাধিক কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।
শুক্রবার (৯জুলাই) সকালে দীঘিনালা সেনা জোনের উদ্যোগে উপজেলার মেরুং ইউনিয়নের গুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক কর্মহীন ও দুস্থ পাহাড়ি এবং বাঙালী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সিয়াম আহমেদ।
ত্রাণ সামগ্রীর মধ্যে জনপ্রতি ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ৫০০ গ্রাম চিনি ও ৫০০ গ্রাম লবণ প্রদান করা হয়।
ক্যাপ্টেন সিয়াম আহমেদ বলেন, করোনা মহামারীর মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দীঘিনালা জোনের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। ভবিষ্যতেও এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।