খাগড়াছড়িতে দিন দিন গ্রাস করে চলেছে করোনাঃ গত ২৪ ঘন্টায় ৪৩ জনের করোনা শনাক্ত

95

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়িতে করোনা শনাক্তের হার দিন দিন রেকর্ড করে চলেছে। বুধবার (৭ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ‘গত ২৪ ঘন্টায় ৯৭ জনের করোনা নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪.৩৩%। এর আগে মঙ্গলবার খাগড়াছড়িতে করোনা শনাক্তের হার ছিল ৩৫.৮৭ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে সদরে ১৭জন, মাটিরাঙায় ১৭ জন, মানিকছড়ি ০২ জন, দীঘিনালায় ০৫ এবং পানছড়িতে ০২ জন। চলতি মাসে মোট করোনা পরীক্ষা ৬৭৭ জন। তার মধ্যে পজিটিভ ২৪৯ জন। মোট মৃত্যু ১ জন। শনাক্তের হার ১৬.৪৫%। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩৬ জন। অদ্যাবদি মোট করোনা পরীক্ষা ৮৫৭৩ জন। এর মধ্যে সনাক্ত ১৪০৯ জন। জুন মাসে করোনা আক্রান্ত হয়েছে ২শ ৯৬ জন।
খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি বিশ্বাস জানান, জেলা সদরের পাশাপাশি কয়েকটি উপজেলায় সংক্রমণের হার বাড়ছে। খাগড়াছড়ি সদর হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা ব্যবস্থা রয়েছে। লক্ষণ দেখা দিলে নমুনা পরীক্ষার অনুরোধ জানান তিনি।