মানিকছড়িতে করোনাকালীন সুরক্ষা সামগ্রী বিতরণ করলো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

148

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ইউনিয়ন পরিষদকে করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।
মঙ্গলবার (৬ জুলাই) সকালে মো. ইব্রাহীম খলিলের নির্দেশে মেকানিক মো. এসএম জসিম উদ্দীন ও মো. আবদুল হাই উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না মাহমুদের হাতে দুই কাটুন করে এবং উপজেলার চার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. শহীদুল ইসলাম মোহন, ক্যয়জরী মহাজন ও মো. আবুল কালাম আজাদের হাতে এক কাটুন করে সুরক্ষা সামগ্রী (সাবান) তুলে দেন। এসময় তারা সুরক্ষা সামগ্রী পেয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।