বান্দরবানে করোনায় নতুন করে আক্রান্ত ২জন

133

বান্দরবান প্রতিনিধিঃ-গেল ২৪ঘন্টায় বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ২জন, আক্রান্ত ২জন বান্দরবান সদর উপজেলার বাসিন্দা।
বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা জানান, এ পর্যন্ত বান্দরবানে ৭ হাজার ২শত ৬৯জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তার মধ্যে ৬হাজার ৬শ ৩৭জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, এদের মধ্যে ১হাজার ১০জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ৯৮৫জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে। তিনি আরো জানান, জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৫জনের মৃত্যু হয়েছে।
এদিকে স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানে এই পর্যন্ত ১৮হাজার ২জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৫ হাজার ২শত ৭২জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছে।