নানিয়ারচরে এপিবিএন এর নতুন ক্যাম্প স্থাপনের লক্ষে সীমানা পরিদর্শন

138

নানিয়ারচর প্রতিনিধিঃ-রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার ৪নং ঘিলাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উওর পশ্চিম কোনে ধায্যাছড়ি এলাকায় পার্বত্য শান্তি চুক্তির আলোকে পূর্বের প্রত্যাহার কৃত সেনা ক্যাম্প এলাকায় এপিবিএন এর নতুন ক্যাম্প স্থাপনে জায়গা নির্ধারন করার জন্য প্রতিনিধি দল পরিদর্শন করেছে।
শনিবার (১২ জুন) দুপুরে পুলিশ হের্ডকোয়ার্টাস ঢাকা হইতে পরিদর্শনে আসেন পুলিশ সুপার বেলায়েত হোসেন ও মোঃ আইয়ুব। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
মুলত পাহাড়ে নিরাপত্তা জোরদার এর পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসীদের প্রতিহত ও শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কর্তৃক প্রত্যাহারকৃত সেনা ক্যাম্পের স্থলে এপিবিএন ক্যাম্প স্থাপন করা হবে। পরিদর্শন শেষে প্রতিনিধি দল নিদিষ্ট ক্যাম্পের জায়গা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের মধ্যে বিস্তারিত আলোচনা করেন।