রাজস্থলী প্রতিনিধিঃ-রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা বেসরকারি এনজিও সংস্থা কারিতাস, এগ্রো- ইকোলজি প্রকল্পের উদ্যাগে জৈব কৃষি উপকরভোগীর মাঝে শসা, ঢেড়স, বরবটি, পিনাক ও আদার বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ মে) সকাল ১০টার দিকে কারিতাস উপজেলা কার্যালয়ে প্রান্তিক ১৬৭ জন কৃষকদের মধ্যে ৮১জনকে ২১.৩৫০ কেজি সবজি বীজ ও ৮৬ জনকে ৩৪৪ কেজি আদার বীজ বিতরণ করা হয়েছে।
বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা ভারপ্রাপ্ত আরিফুল ইসলাম, উপজেলা কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা, সিনিয়র মাঠ সহায়ক রবিউল ইসলাম সোহেলসহ কারিতাস কার্যালয়ের সকল কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।