লকডাউনকালীন কাপ্তাইয়ে পর্যটকদের আগমন ঠেকাতে তৎপর প্রশাসনঃ ২৪ মামলায় জরিমানা ৬ হাজার ৭০০ টাকা

158

ঝুলন দত্ত, কাপ্তাইঃ-লকডাউনের সময়ে কাপ্তাইয়ে পর্যটকদের আগমন বেড়ে যাওয়ায় কাপ্তাইয়ের প্রবেশমুখ রেশম বাগান পুলিশ চেক পোস্টে মঙ্গলবার (১৮ মে) ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছেন কাপ্তাই উপজেলা প্রশাসন।
এই সময় উপজেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান অহেতুক কাপ্তাইয়ে প্রবেশ, সড়ক পরিবহন আইন অমান্যসহ বিভিন্ন অপরাধে ২৪টি মামলায় ৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন। তার মধ্যে দন্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় ৫টি মামলায় ১০০০ টাকা, ২৬৯ ধারায় ১৭টি মামলায় ৫১০০ টাকা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ধারায় ২টি মামলায় ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানে এসময় কাপ্তাইয়ে বেড়াতে আসা পর্যটকদের কাপ্তাইয়ে ঢুকতে দেওয়া হয়নি। তাদের সবাকে আটকিয়ে উল্টাপথে ফিরিয়ে দেওয়া হয়েছে। সরকারের দেয়া লকডাউন যতদিন চলবে ততদিন কোন পর্যটককে কাপ্তাইয়ে প্রবেশ করতে দেয়া হবে না জানানো হয়। রেশম বাগান পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা এসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।