নানিয়ারচরে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় অবৈধ কাঠ উদ্ধার

134

নানিয়ারচর প্রতিনিধিঃ-রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় উপজেলার ১৭ মাইল এলাকার ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় অবৈধ কাঠ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সোমবার (১৭ মে) ১৭ মাইল এলাকার ব্রিজের নিচ হতে অভিনব কায়দায় পাচারের সময় পরিত্যক্ত অবস্থায় গোলকাঠ আটক করেছে নানিয়ারচর জোনের একদল চৌকস সদস্য।
এসময় ঘটনাস্থলের এলাকাবাসীর তথ্য অনুযায়ী ব্রিজটির পাশে পরিত্যক্ত অবস্থায় দেখতে পেলেও কে বা কাহার এসকল কাঠ রেখেছে তা দেখেনি ও বলে জানিয়েছেন তারা।উদ্ধারকৃত সেগুন কাঠ বিক্রয় নিষিদ্ধ প্রজাতির প্রায় ৪৫০ ফুট কাঠ রয়েছে এবং বাজার মূল্য আনুমানিক ৫ লাখ টাকা বলে জানাগেছে।
পরবর্তীতে কাঠগুলো জব্দ করে নানিয়ারচর তৈ চাকমা বন বিভাগের কাছে হস্তান্তর করেন নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল গোলাম মাবুদ হাসান-পিএসসি।