রাঙামাটি প্রতিনিধি: চোখের রোগি ফারুকের পাশে দাঁড়ালেন মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। রাঙামাটি পার্বত্য জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রমমান রাঙামাটিতে অল্প সময়ে অর্জন করেছেন গরীব মেহনতি মানুষের আস্থা। উদার মন মানসিকতার অধিকারি মিজানুর রহমান। সোমবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান তার নিজ কার্যালয়ের একজন চোখের রোগিকে উন্নতমানের চিকিৎসার জন্য ১০ হাজার টাকার চেক রোগি ফারুকের হাতে তুলে দেন।
সূত্রে জানাগেছে, গত ১৬ মে ২০২১ কোর্ট বিল্ডিং এলাকার বাসিন্দা মৃত আবদুল আলিমের ছেলে মোঃ ফারুক হোসেন (৩০) দুর্ঘটনা জনিত কারনে তার বাম পাশের চোখের মনিতে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতালে অপারেশন করা হয়। চোখের অপারেশন যথাযথ না হওয়ায় চোখটি মারাতœক আকাঁর ধারন করে। বর্তমানে চোখ নিয়ে নিদারুন কষ্টে আছে ফারুক। কোন কুল কিনারা না পেয়ে স্থানীয় একজন গণমাধ্যমকর্মীকে বিষয়টি জানান। পরে ওই গণমাধ্যমকর্মীর মাধ্যমে জেলা প্রশাসনকে বিষয়টি অবগত করেন। সাথে সাথে জেলা প্রশাসক ওই সংবাদকর্মীর মাধ্যমে ফারুককে ১০হাজার টাকার চেক প্রদান করেন।
ফারুক বলেন, গত ৩-৪ মাস আগেতার বাম চোখে আঘাত প্রাপ্ত হয়। এর মধ্যে ২-৩বার চোখের চিকিৎসা করেও কোন উন্নতি হয়নি। ফের অপারেশন করতে হবে। অনেক টাকার প্রয়োজন তাই চোখে মূখে পথ দেখছে না সে। করোনাকালিন সময়ে আয় উপার্জন কিছুই নেই বললেই চলে। তিনি বলেন, আমি পেশায় এজন দোকান কর্মচারি। তাই ব্যয় বহুল অপারেশন ও ওষধ ক্রয় করা আমার পক্ষে সম্ভব নহে।
এমতাবস্থায় আমি সবার কাছে হাত বাড়াতে বাধ্য হলাম। আমি লোকজনের কাছে শুনেছি জেলা প্রশাসক স্যার গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ান ও সার্বিক সহযোগিতা করেন। আমাকে সহযোগিতা করেছেন। আমাকে ডিসি স্যার ১০হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছেন। আমি স্যারের প্রতি কৃতঞ্জতা জানাই।
ফারুক আরো বলেন,স্যার যোগদানের পর আর্থিক অনুদান,শিক্ষা উপকরণ বিতরণও রোগিদের মাঝে বিনামূল্যে ওষধ বিতরণসহ নানান মূখী সেবামূলক কার্যকক্রম চালিয়ে যাচ্ছে। এতে জনবান্ধব জেলা প্রশাসক হিসেবে কেড়ে নিচ্ছে মানুষের আস্থা ও ভালবাসা।