দীঘিনালায় অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

192

সোহেল রানা, দীঘিনালাঃ-খাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়েছে একটি বসতঘর। রবিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা সদরের পোমাং পাড়া এলাকার আবদুর রহিম’র বতসঘরে আগুন লেগে পুরো ঘরটি পুড়ে গেছে। পরে খোঁজ পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে হঠাৎ আগুন জ্বলতে থাকে আবদুর রহিম’র বসতঘরে। এ সময় ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হলে ৯ সদস্যের একটি টিম ঘটনাস্থলে এসে ৩৫ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আব্দুর রহিম’র স্ত্রী তাসলিমা খাতুন জানান, ঘরের ভেতরে থাকা প্রায় ২২ হাজার নগদ টাকা, স্বর্ণালংকার, সন্তানদের সকল শিক্ষাগত যোগ্যতার সনদ সহ পড়নের কাপর ছাড়া ঘরের সকল কিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এ মূহুর্তে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকাটাই কষ্টকর।
দীঘিনালা ফায়ার সার্ভিস কর্মকর্তা বাবলা দাশ জানান, ‘অগ্নিকা-ের ঘটনা শুনে আমাদের ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধরাণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকা-ের সূত্রপাত হতে পারে।’