আমরা জাতির পিতার যে স্বপ্ন দেখছিলেন সেটা বাস্তবায়নের জন্য কাজ করছি-কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি

216

লিটন ভট্টাচার্য্য রানা, খাগড়াছড়িঃ-খাগড়াছড়িতে সদর উপজেলা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর শুভ উদ্ধোধন করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম। প্রধান অতিথি (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি বলেন, জনগণ-জনপ্রতিনিধি এবং প্রশাসন ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের সকলের মধ্যে স¤প্রীতি অটুট থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি অটুট রয়েছে। বর্তমান সরকারের আমলে ধর্মীয় সম্প্রীতি অটুট থাকার কারণে প্রত্যেক ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় উৎসবগুলো সুন্দর ও যথাযথভাবে পালন করতে পারছেন। তার সাথে সাথে উন্নয়নের জন্য কাজ করছে সরকার। করোনা কালিন কোন কাজ বন্ধ নাই সেটা ও আপনারা দেখছেন। আমরা জাতির পিতার যে স্বপ্ন দেখছিলেন সেটা বাস্তবায়নের জন্য কাজ করছি, সাড়ে পাঁচ কোটি ব্যয় খাগড়াছড়িতে সদর উপজেলা চারতলা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর শুভ উদ্ধোধন কালে এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন এলজিডি জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ শাহাজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাফুজা মতিন, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্ত মোঃ রশিদ, সদর উপজেলার ভাইচ চেয়ারম্যান মোঃ আকতার হোসেন, সদর উপজেলার মহিলা ভাইচ চেয়ারম্যান নিউসা মগ সদর ইউনিয়নের পাঁচ পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা পরিষদের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।