খাগড়াছড়িতে দুই সপ্তাহ সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছেন স্থানীয় প্রশাসন

177

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র আগামী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এছাড়া ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে আলুটিলা রহস্যময় গুহা, জেলা পরিষদ পার্ক, দেবতা পুকুর, মায়াবিনি লেক, হাতীর মাথাসহ জেলার সকল পর্যটন কেন্দ্রগুলোতে দুই সপ্তাহ কেউ যেতে পারবেন না।
বুধবার (৩১ মার্চ) বিকাল সাড়ে ৫টার সময় জেলা প্রশাসনের ফেসবুক পাতায় এই নিষেধাজ্ঞার খবর আসে। যোগাযোগ করা হলে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এই তথ্যটি নিশ্চিত করেন।
এছাড়া সরকারী নির্দেশনা অনুযায়ী রাত ৮টা থেকে রাঙ্গামাটির সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া কাঁচা বাজার দোকানগুলো খোলা বাজারে বসানোর নির্দেশনা দিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক।