স্বল্পোনত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশে উত্তরণে কাপ্তাই ২দিনব্যাপী মহা উৎসব শুরু

156

ঝুলন দত্ত, কাপ্তাইঃ-স্বল্পোনত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশে উত্তরণে কাপ্তাই ২ দিনব্যাপী মহাৎসব শনিবার (২৭ মার্চ) সকাল ১০টা হতে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে। এই উপলক্ষে একটি আনন্দ র‌্যালি উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে-বড়ইছড়ি বাজার হয়ে পুনারায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
র‌্যালিতে কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, সহকারী কমিশনার ভুমি মাইনুল হাসান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, কর্ণফুলি সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, হেডম্যান, কার্বারী, উন্নয়ন কর্মীসহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত উপস্থিত ছিলেন।
এরপর অতিথিরা ফিতা কেটে ২ দিনব্যাপী এই মহোৎসব এর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে কাপ্তাই তথ্য অফিসের লোক সংগীত দলের পরিবেশনায় উন্নয়নমূলক সংগীত পরিবেশিত হয়।
এরপর কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় কেন্দ্রীয় শহীদ মিনারে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মাইনুল হাসান চৌধুরী, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, কর্ণফুলি সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, কাপ্তাই সঞ্জয় দেবনাথ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাহমিনা আরজু। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, হরিনছড়া ভাইজ্যালী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, সাংবাদিক কাজী মোশাররফ হোসেন। পরে অতিথিরা বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়া ২৬টি স্টল পরিদর্শন করেন।