বাঘাইছড়ি প্রতিনিধিঃ-রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৪ কিলো প্রশিক্ষন টিলা নিবাসী বাঙালী পাড়ার আবুল কাসেমের ছেলে মোঃ জমির হোসেন (৩৫) গত বৃহস্পতিবার (১৮মার্চ) দুপুরে মোটর সাইকেল যোগে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে ইউছুফ সওদাগরের কাছ থেকে কায়িক শ্রমের টাকা আনতে গিয়ে আর ফেরৎ আসেনি।
তার পর থেকে পরিবারে সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তিন দিন পর মোবাইল ফোনে তার স্ত্রী সুমি আক্তারকে ফোনে বলেন, তাদের তিন জনকে আটকে রাখা হয়েছে। বিকাশে টাকা পাঠাতে হবে। ফোনে তাদের মারধর করার আর্তনাদও শুনান তার স্ত্রীকে। পরে তার স্ত্রীকে তার স্বামীর পারসোনাল বিকাশ নাম্বারে দশ হাজার টাকা পাঠাতে বলেন। সে তাদের কথা মত দশ হাজার টাকা ০১৬৪৭৪২১৪৪৮ নাম্বারে বিকাশ করেন। এর পর থেকে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্ত্রী সুমি আক্তারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, মেরুং থেকে টাকা আনতে গিয়ে তার স্বামী নিখোঁজ হয়ে যান। এর পর থেকে যোগাযোগ বন্ধ। তাকে ফোনে পাওয়া যাচ্ছেনা। এব্যাপারে নিখোঁজ জমিরের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে বাঘাইছড়ি থানায় জিডি নং-৬৬৩ তাং- ২৩/৩/২০২১ রুজু করেছে।