থানচিতে ভয়াবহ অগ্নিকান্ডে একটি প্রাক প্রাথমিক স্কুল ঘরসহ এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ঘর পুরে ছাই

155

থানচি প্রতিনিধিঃ-বান্দরবানের থানচিতে এক ভয়াবহ অগ্নিকান্ডে একটি প্রাক প্রাথমিক স্কুল ঘরসহ এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ঘর পুরে ছাই।
বুধবার (২৪ মার্চ) ভোরে রান্না করার সময় চুলা আগুন থেকে অগ্নিকান্ড সূত্রপাঠ হয়, স্থানীয়দের সহযোগীতা আগুন নিয়ন্ত্রনের আনা হলে পার্শবর্তী ঘর গুলিতে আগুর ছড়ানো সম্ভব হয়নি বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে উপজেলা রেমাক্রী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে গ্রোপিং পাড়া। যাহা থানচি সদর থেকে ৬০ কিলোমিটার উক্তর পূর্বে।
রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রোপিং পাড়া নিবাসী গংরেগ্রী মারমা এর স্ত্রী ভোরেন রান্না করার সময় আগুনের সূত্র পাঠ ঘটলে তার পাশ্বে থাকা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আওতায় টেকসই সামাজিক উন্নয়ন প্রকল্পের তত্বাবধানে গ্রোপিং পাড়া প্রাক প্রাথমিক স্কুল ঘরসহ একটি বসত ঘর পুরে ছাই হয়। তিনি বলেন স্কুলসহ একটি বাড়ীতে মালামালসহ ৫/৬ লক্ষ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারনা করেন।