পাহাড়ের মানুষকে শান্তিতে রাখতে আওয়ামীলীগ শান্তি চুক্তি করেছিল – দীপংকর তালুকদার এমপি

217

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি ঃ খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, পাহাড়ের প্রতিটি মানুষ যাতে নিরাপদে থাকে সে জন্য ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর আওয়ামীলীগ সরকার শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল। শান্তি চুক্তির পর থেকে অদ্যাবদি আওয়ামীলীগ সরকারের গৃহিত কর্মকান্ড সফলভাবে বা¯তবায়িত হওয়ায় তার সুফল এখন পার্বত্য চট্টগ্রামের মানুষ পাচ্ছেন।

বুধবার রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি, নানিয়ারচর সদর উপজেলায় ২ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত ৪টি বিদ্যালয়ের ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল গোলাম মাবুদ হাসান পিএসসি, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী রহমান তিন্নিসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীপংকর তালুকদার আরো বলেন, বর্তমান সরকার পাহাড়ে শিক্ষার প্রসারসহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার ফলে সমতলের মতো পার্বত্য চট্টগ্রামও এগিয়ে যাচ্ছে। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এর আগে নানিয়ারচর উপজেলা পরিষদের উদ্যোগে রাঙ্গামাটি জেলা পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।