খাগড়াছড়িতে সপ্তাহ ব্যাপী কারাতে প্রশিক্ষণ শুরু

319

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-বাংলাদেশ কারাতে ফেডারেশনের উদ্যোগে জেলা ভিত্তিক কারাতে প্রশিক্ষনের আওতায় খাগড়াছড়িতে প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে খাগড়াছড়ি স্টেডিয়াম জিমনেসিয়ামে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস উক্ত প্রশিক্ষনের উদ্বোধন করেন। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নুরুল আজম’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম ও যুগ্ম-সম্পাদক কেহলাসাই চৌধুরী। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের প্রশিক্ষক সেনসি আজাহার আলী হীরা।
উল্লেখ্য যে, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির উদ্দেশ্যে এই বলে জানান আয়োজক কর্তৃপক্ষ। প্রশিক্ষণে ৩০ জন মেয়ে ও ১০ জন ছেলেকে ৭ দিন এ প্রশিক্ষণ প্রদান করা হবে।
অনুষ্ঠানে বক্তারা জানান, মেয়েদের কারাতে প্রশিক্ষণ এটি অত্যন্ত সময়োপযুগী একটি সিদ্ধান্ত। এর দ্বারা মেয়েরা ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে।