রাঙ্গামাটির শীতার্থ পরিবারের মাঝে জাসাসের কম্বল বিতরণ

129

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-করোনা কালে সাধারণ মানুষের খাদ্যশষ্য আওয়ামীলীগের নেতা কর্মীদের আত্মীয় স্বজনের বাসায় অভিযোগ করে জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, করোনা পরিস্থিতিতে জনগনের পাশে সরকার কোনভাবেই ছিলোনা। তারা জনগনের জন্য যে সাহায্য এসেছে এগুলো নিজেদের বাড়ী ঘরে নিয়ে গেছে। আর বিএনপির নেতাকর্মীরা নিজেদের বাড়ীর চাল নিয়ে পাশের বাড়ী লোকজনকে দিয়েছে। আগামী দিনগুলোতেও বিএনপি’র নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার আহবান জানান।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাঙ্গামাটি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে ২ শতাধিক শীতার্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ কালে তিনি এ কথা বলেন।
এ সময় সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অবঃ) মনিষ দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক দিপন তালুকদার, রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, জেলা জাসাস সভাপতি আবুল হোসেন বালী, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কম্বল বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাঙ্গামাটি জেলা জাসাস সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন।