খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচ ও কাউন্সিল পদে ৫৫ জন মনোনয়নপত্র সংগ্রহ

129

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে রবিবার (২০ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিল করবেন প্রার্থীরা। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মেয়র পদে পাঁচজন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত নারী আসনে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হচ্ছেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য ও বর্তমান মেয়র মো. রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল, বিএনপির ইব্রাহিম খলিল ও জাতীয় পাটির ফিরোজুল আলম।
তবে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী দলীয় মনোনয়ন পাওয়ায় পার্থ ত্রিপুরা জুয়েল মনোনয়নপত্র দাখিল করবেন না বলে নিশ্চিত করেছেন। অপর দিকে দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ায় মো. রফিকুল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করবেন বলে নিশ্চিত করেছেন।
খাগড়াছড়ি পৌরসভায় মোট ভোটার ৩৭ হাজার ৮৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৩৫১ জন ও নারী ভোটার ১৬ হাজার ৭শ ৩৬।
খাগড়াছড়ি পৌরসভায় ভোট কেন্দ্র ১৮ আর বুথ ১০৯টি। খাগড়াছড়ি পৌরসভায় মনোনয়নপত্র বাছাই ২২ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।