খাগড়াছড়িতে স্বতঃস্ফূর্ত আয়কর রিটার্ন গ্রহন

310

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-“উন্নয়ন ও উত্তরণ আয়করে অর্জন, উন্নয়নের শীর্ষে যাব যথাযথ আয়কর দিব” প্রতিপাদ্যে স্বতঃস্ফূর্তভাবে আয়কর রিটার্ন গ্রহণ করা হচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে ব্যাবসায়ীদের র্শীষ সংগঠন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি খাগড়াছড়ি মিলনায়তনে আয়কর রিটার্ন গ্রহণ অনুষ্ঠান ২০২০ইং অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রদান অতিথি ছিলেন, কর অঞ্চল-৩ চট্টগ্রামের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। কর অঞ্চল-৩ চট্টগ্রামের যুগ্ন কর কমিশনার মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, প্রতাপ চন্দ্র পাল যুগ্ন কর কমিশনার কর অঞ্চল-৩ চট্টগ্রাম, মো: আবুল কাশেম সিনিয়ন সহ-সভাপতি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি খাগড়াছড়ি এবং আলম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি খাগড়াছড়ি পরিচালক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, বাজার ব্যাবসায়ী সভাপতি হাজ্বী লিয়াতক চৌধুরী, স্বপন দেবনাথসহ আয়কর রিটার্ন প্রদানকারিরা উপস্থিত ছিলেন। ব্যাংক ড্রাপের মাধ্যমে এপর্যন্ত ২৬১জনে প্রায় ৩৫ লাখ টাকা আয়কর রিটার্ন জমা দিয়েছেন বলে জানা গেছে।