কাপ্তাইয়ে দীপাবলি উৎসবঃ আলোয় আলোয় উদ্ভাসিত

348

ঝুলন দত্ত, কাপ্তাইঃ-বছর ঘুরে সনাতনী সম্প্রদায়ের মধ্যে ফিরে আসে অন্যতম বৃহৎ উৎসব শ্যামা পূজা তথা দীপাবলি উৎসব। ঘরে ঘরে মন্দিরে মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন সহ নানাবিধ অনুষ্ঠানে মুখরিত থাকে চতুর্দিক। আত্ম প্রদীপ প্রজ্জ্বলনের দীপ্ত শপথে সকলে হয় উদ্ভাসিত। সমাজের সমস্ত কুসংস্কার, অপসংস্কৃতি, আসুরিকতা, কালিমা, গ্লানি দূরীভূত করে নতুন আলোয় সকলকে আলেকিত করার সুদৃঢ় প্রত্যয়ে পালিত হয়েছে মহতী দীপাবলি উৎসব।
দীপাবলি উৎসব উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির এর আয়োজনে প্রদীপ হাতে মাঙ্গলিক সম্প্রীতি শোভাযাত্রায় বের হয়। শত শত ভক্ত স্বাস্থ্যবিধী মেনে করোনা হতে মুক্তির আশায় এই শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রা শেষে রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির প্রাঙ্গনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় অনুষ্ঠিত হয় গীতি আলেখ্য “শ্যামা মা কি আমার কালোরে”। বেতার শিল্পি প্রমা দে ও শিমলা ভট্টাচার্য এর সঙ্গীত পরিচালনায় গীতি আলেখ্যে স্থানীয় শিল্পীরা অংশ নেন।
যন্ত্রসংগীতে সহযোগিতা করেন কিবোর্ডে-ঝুলন দত্ত, বাঁশীতে-ঝুন্টু দেবনাথ, অক্টোপ্যাড- অভিজিৎ দাশ কিষাণ এবং তবলায়-অর্নব মল্লিক।
এর পর চট্টগ্রামের নন্দিত কণ্ঠশিল্পী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ছাত্রী প্রিয়াংকা দাশ অর্কি ভক্তিগীতি পরিবেশন করেন।
ঐন্দ্রিলা দে পুজার সঞ্চালনায় এরপর ভক্তিগীতি এবং কালীতত্ত্ব আলোচনা করেন বাংলাদেশ জাতীয় মাতৃভক্তি উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নন্দিত গীতানুধ্যায়ী ডাঃ সুপণ বিশ্বাস (শঙ্করেশ)।
এদিকে গতকাল শনিবার সন্ধ্যায় কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির পরিদর্শন এসে বলেন, এদেশ অসাম্প্রদায়িক চেতনার একটি জ্বলন্ত উদাহরণ।
এই সময় কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, উপদেষ্টা বাবুল কান্তি দে, বিশিষ্ট চিকিৎসক ডাঃ নারায়ণ চন্দ্র দাশ, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, রাইখালী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি মিলন কান্তি দে, সম্পাদক টিটু কান্তি দেবসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এইছাড়া কাপ্তাইয়ের লগ গেইট জয় কালী মন্দির, চন্দ্রঘোনা সিদ্ধেশ্বরী কালী মন্দির, ওয়াগ্গা কালী মন্দির এর নানা আয়োজনে দীপাবলি উৎসব পালিত হয়েছে।