খাগড়াছড়িতে দারিদ্র বিমোচনে ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

259

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-মুজিববর্ষ উপলক্ষে সকল মানুষকে সাবলম্বী করে তোলার লক্ষ্যে ছাগল প্রতিপালন করে দারিদ্র বিমোচনের মাধ্যমে সাবলম্বী করে তোলার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে খাগড়াছড়িতে দুঃস্থ অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এই ছাগল বিতরণ করেন।
এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিব উল্লাহ মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, সঠিক পরিচর্যার মাধ্যমে ভবিষ্যতে বৃহৎ আকার ধারণ করবে। এতে করে একদিন আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্বাবলম্বী হতে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, খাগড়াছড়ি সদর উপজেলাসহ ৯ উপজেলার ১শটি হতদরিদ্র অসহায় পরিবারের মাধ্যে ১ টি করে ছাগল বিতরন করা হয়।