থানচির দূর্গম রেমাক্রীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে খুশি মনে বাড়ি ফিরলো তারা

274

শহীদুল ইসলাম (শহীদ), থানচিঃ-সম্প্রতি বান্দরবানে ধর্ম-বর্ণ নির্বিশেষে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির নির্দেশনায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বান্দরবানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিভিন্ন উপজেলায় প্রদান করা হচ্ছে আর তার অংশ হিসাবে থানচি উপজেলার দূর্গম ইউনিয়ন রেমাক্রীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার প্রদান হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রেমাক্রী বাজারে ঈদ উপহার বিতরণ করেন, রেমাক্রী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মুইশৈথুই মারমা (রণি)। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডের মেম্বার জন ত্রিপুরা, মহিলা সংরক্ষিত ১.২.৩ নং ওয়ার্ডের মেম্বার নেপ্রু মারমাসহ পদস্থ কর্মকর্তারা।
এই বিষয়ে চেয়ারম্যান মুইশৈথুই মারমা (রণি) বলেন, আমার ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ১৩শত ১৬ পরিবারের নিকট প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান করা হবে। যার প্রথম অংশ হিসেবে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হতদরিদ্র পরিবারের মাঝে প্রদান করা হলো। এতে তারা অনেক আনন্দিত ও অনেক খুশি হয়ে বাড়ি ফিরে গেছেন।