রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-বান্দরবান জেলা প্রশাসন থেকে রেডজোন ঘোষিত বান্দরবান ও লামা পৌরসভা এলাকার জন্য জারীকৃত গণবিজ্ঞপ্তির সংশোধনী প্রকাশ করা হয়েছে। নতুন গণবিজ্ঞপ্তি অনুসারে আজ রবিবার হতে বান্দরবানে লকডাউন চললে ও মুদি দোকান, ফলমূল এবং মনিহারি দ্রব্য সামগ্রীর দোকান প্রতিদিন সকাল ৭টা হতে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে সার, বীজ, কীটনাশক, ডিজেল অর্থাৎ কৃষি উপকরণের দোকানসমুহ খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রতিদিন (রবি থেকে বৃহস্পতিবার) সীমিত পরিসরে শারীরিক দুরত্ব আবশ্যিকভাবে নিশ্চিত করে লেনদেনের জন্য সকল ব্যাংক খোলা রাখা এবং বিকাশ, রকেট, নগদ ও শিওর ক্যাশের পয়েন্টগুলো খোলা রাখার কথা বলা হয়েছে। ভ্যান বা ভ্রাম্যমাণ দোকানে মাছ, সবজি ও কাঁচা বাজারের পাশাপাশি মুরগি এবং অন্যান্য জরুরী খাদ্যসামগ্রী বিক্রির ব্যবস্থা করতে বলা হয়েছে।
এদিকে প্রশাসন থেকে বান্দরবানে লকডাউন চলাকালীন মুদি দোকান, ফলমূল এবং মনিহারি দ্রব্য সামগ্রীর দোকান খুলে দেওয়ায় সকাল থেকে সড়কে ভীড় করছে অসংখ্য জনসাধারণ। সামাজিক দুরত্ব না মেনে এবং মাক্স ব্যবহার না করে অনেকেই ব্যবসা প্রতিষ্ঠানের সামনে উপস্থিত হতে দেখা গেছে। সড়কের পাশে ভ্যানে করে বিক্রি হচ্ছে মাছ, মুরগী ও সবজি বাজার আর তা কিনতে সাধারণ জনসাধারণ জটলা করছে এলোমেলোভাবে।
প্রসঙ্গত, বান্দরবানে করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় গত ২৫জুন থেকে বান্দরবান সদর ও লামা পৌরসভাকে ২১ দিনের জন্য লকডাউন ঘোঘনা করে বান্দরবান জেলা প্রশাসন।