খাগড়াছড়িতে মাঠ পর্যায়ের কৃষকদের মাঝে ফলের চারা ও কলম বিতরণ

462

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-করোনা ভাইরাস মহামারি (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবিলায় কৃষি উৎপাদন সচল রাখার লক্ষ্যে মাঠ পর্যায়ের কৃষকদের মাঝে ফলের চারা ও কলম বিতরণ করা হয়েছে।
খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষনা কেন্দ্র (বারি) এর উদ্যোগে মঙ্গলবার (১৬ জুন) সকালে চারা কলম বিতরণ করেন কৃষি গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সী রাশীদ আহমদ।
কৃষি গবেষনা কেন্দ্র প্রাঙ্গনে খাগড়াছড়ি সদর উপজেলার ৬০জন কৃষককে আম, মাল্টা, ড্রাগন, লিচু, রং গোটা ও কাজু বাদাম বিতরণ করা হয়।
এসময় বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মালেক জুয়েল, গৌরাঙ পাল ও শাহীন মাহমুদ উপস্থিত ছিলেন।