রাঙ্গামাটিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক দিনের বেতন ১লক্ষ টাকা দিলো রাবিপ্রবি

613

শাহ আলম, রাঙ্গামাটিঃ-করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতনের ১লাখ টাকার অনুদান দিয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার (১৮ মে ২০) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ মামুন এর নিকট অনুদানের চেক রাবিপ্রবি’র উপাচার্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমার পক্ষে হস্তান্তর করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (হিসাব) সাইফুল আলম।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে রাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গত এপ্রিল মাসের একদিনের বেতনের সমপরিমাণ টাকা ১ লক্ষ টাকার একটি চেক জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ করোনা ভাইরাসের ক্রান্তিকালে সকলকে যার যার অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এসময় তিনি করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ভূমিকা এবং জাতিকে সঠিক নির্দেশনা প্রদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।