নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – রাঙ্গামাটির প্রত্যন্ত পাহাড়ী পল্লীসহ শহরের অসহায় মানুষের বাড়ী গিয়েে গিয়ে ত্রাণ সহায়তা পৌছে দিয়েছে সেনাবাহিনী।
শনিবার বাংলাদেশ সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার উদ্যোগে রাঙ্গামাটি শহরের প্রায় ২শতাধিক অসহায় – দুস্থ মানুষের মাঝে এসব ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
রাঙ্গামাটি রিজিয়নের জি টু আই মেজর মোঃ মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম কর্মহীন মানুষের বাড়ী বাড়ী গিয়ে এসব ত্রাণ-সামগ্রী তুলে দেন।
এসময় মেজর মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের কল্যাণে সেনাবাহিনী অতিতে যেভাবে কাজ করে গেছে সেভাবেই সকলের কল্যাণে কাজ করে যাবে। বর্তমান করোনা সংকট মোকাবেলায় সাধারন মানুষের পাশে থেকে সেনাবাহিনী তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান তিনি।
ত্রাণ বিতরণকালে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাউল, ৫কেজি আলু, ২ কেজি আটা, ২ কেজি ডালসহ পেঁয়াজ, তেল, লবণ ও সাবান বিতরণ করা হয়।
এছাড়াও ইতিপূর্বে করোনা সংক্রামন প্রতিরোধে জন সাধারণের মাঝে মাক্স বিতরণ, শুকনো খাবার বিতরণ ও হোম কোয়ারাইন্টেনে থাকা মানুষের মাঝে ফল বিতরণসহ জন সাধারণের স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও বাজার ব্যবস্থা মনিটরিংয়ে সকল প্রশাসনের সাথে এখনো স্বদর্পে মাঠে কাজ করে যাচ্ছে রাঙ্গামাটি সেনাবাহিনী।
এ সময় রাঙ্গামাটি রিজিয়নের সেনা কর্মকর্তা ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।