করোনা দুর্যোগে মহালছড়িবাসীর পাশে চেয়ারম্যান রতন কুমার শীল

342

লিটন ভট্টচার্য্য রানা, খাগড়াছড়িঃ-মহামারী করোনা প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন মহালছড়িবাসী ঘরে ঘরে খাদ্য সামগ্রী নিয়ে ছুটছেন মহালছড়ি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল।
বুধবার (১ এপ্রিল) সকালে অন্যদিনের মত জনপ্রতি ১০ কেজি চাল, ২ কেজি আলু তেল ৫০০ গ্রাম ও লবণ ৫০০নিয়ে প্রত্যেক পরিবারকে তালিকা অনুসারে এলাকায় এলাকায় পৌঁছে দেন চেয়ারম্যান।
এ সময় মহাম্মদপুর, নতুনপাড়া, টিলা পাড়া, মাষ্টারপাড়া, ধূমনীঘাট, যৌথখামাড়, ছৈংড়াছড়ি মূখ, ছৈংড়াছড়ি, মারমাপাড়া, পাহাড়তলী ও সিলেটিপাড়াসহ মোট ৩৫০ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে চেয়ারম্যানের নিজ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্দে এ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কালে চেয়ারম্যান রতন কুমার শীল মহালছড়িবাসীদের পরিস্কার-পরিচ্ছন্নতার উপর গুরুত্বারোপ করে বলেন, জীবাণুনাশক, সাবান ও মাস্ক ব্যবহারসহ সামাজিক দুরত্ব বজায় রেখে করোনা প্রতিরোধে সকলে সচেতন হওয়ার আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পিয়াংকা দত্ত, মহালছড়ি উপজেলা পরিষদের ভূমি সহ কমিশনার মীর রাশেদুজ্জামান স্ব ওয়ার্ডে মেম্বার সামাজিক সংগঠন ছাত্র-যুব পরিষদ ও মহালছড়ি বিডি ক্লিনিক কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় তিনি অসহায় মানুষের পাশে সকল বিত্তবানদের সাহার্য্যরে হাত বাড়িয়ে দিলে অসহায় মানুষ কিছুটা হলেও কষ্ট থেকে পরিত্রান পাবে বলে মন্তব্য করেন।