আপনার বাড়ীর আশে পাশে কেউ বিদেশ থেকে আসতে পারে তার খবর দিন, ডাক্তার সেবা দিবে-এ,কে,এম মামুনুর রশিদ

262

রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিতে করোনা ভাইরাস সম্পর্কে জনগনকে সচেতন করে তুলতে আজ হাটবারের দিন রাঙ্গামাটি জেলা প্রশাসক জনগনের মাঝে মার্কস ও লিফলেট বিতরণ করেছে। বুধবার (১৮ মার্চ) সকালে রাঙ্গামাটির বনরূপা বাজাওে পাহাড়ী বাঙ্গালী সমাগমস্থলে সচেতনতা বাড়ানোর জন্য এই লিপলেট বিতরণ করা হয়।
ইতিমধ্যে রাঙ্গামাটি জেলায় বিদেশ থাকা আশা ৬ জনকে রাঙ্গামাটির স্বাস্থ্য বিভাগের নিবির পর্যবেক্ষণে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রতিনিয়ত ডাক্তার তাদেও পরামর্শ প্রদান করে তাদের খোঁজ খবর রাখছেন।
লিফলেট বিতরণ কালে রাঙ্গামাটি নেজারত ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশ, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, জেলা রোভার স্কাউটস কমিশনার মোঃ নুরুল আবছার, রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ সহ বনরূপা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ বলেন, করোনা ভাইরাস নিয়ে আতংকিত হওয়ার কিছুই নেই। নিজেরা যদি সচেতন থাকেন তাহলে এই ভাইরাস থেকে মুক্তি মেলা সম্ভব। তিনি বলেন, রাঙ্গামাটির সকল মা বোন ও জনগনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সারা দেশের ন্যায় রাঙ্গামাটিতেও স্কুল কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। ছেলে মেয়েদেরকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের করবেন না। ঘরের মধ্যে তাদের রেখে সচেতনতা বাড়ান। আগামী ৩১ মার্চ পর্যন্ত স্কুল কলেজ বন্ধ রয়েছে ছেলে মেয়েদেরকে একটি সচেতন করে তুলুন।
তিনি বলেন, রাঙ্গামাটি জেলায় বিদেশ থাকা আশা ৬ জনকে রাঙ্গামাটির স্বাস্থ্য বিভাগের নিবির পর্যবেক্ষণে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রতিনিয়ত ডাক্তার তাদের সাথে যোগাযোগ করছে। এছাড়া ও আপনার বাড়ীর আশে পাশে হয়তো বিদেশ থাকে কেউ আসতে পারে। তাই তাদের খোঁজ প্রশাসন অথবা নিকটস্থ আপনার এলাকার সচেতন মানুষ যিনি আছেন তাকে দিয়ে দেন। আমরা তার কাছে গিযে তাকে স্বাস্থ্য সেবা দিবো। আপনারা কেউ ভুল করবেন না একটু সচেতন হলেই এই করোনাকে আমরা মোকাবেলা করতে পারবো।