নাইক্ষ্যংছড়িতে কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি

205

নাইক্ষ্যংছড়িঃ-পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদরে নবনির্মিত নাইক্ষ্যংছড়ি ধুংরী হেডম্যান পাড়ার বৌদ্ধ বিহারসহ তিনটি প্রকল্পের উদ্বোধন করেন, পার্বত্য মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এম,পি।
রবিবার (৮মার্চ ) বেলা ১১টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৪৫ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত নাইক্ষ্যংছড়ি ধুংরী হেডম্যান পাড়ার কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও ৩০ লক্ষ ব্যয়ে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে চেরাংঘর এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৪০ লক্ষ টাকা ব্যয়ে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহাম্মদ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে দর্শক গ্যালারি উদ্বোধন করেন।
এরপর দুপুর ১টায় বৌদ্ধদের ধর্মীয় অনুষ্টানমালায় অংশ নেন বীর বাহাদুর এমপি। পরে ২ টায় নব-নিমর্মিত বৌদ্ধ বিহারের মিলানায়তনে এক সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি।
পার্বত্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-নজর রয়েছে পার্বত্য এলাকায়। এই সু-নজরের কারণে পাহাড়ে উন্নয়নের যাত্রা অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধুংরী হেডম্যন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আসাফা মাহাতের। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আসাদুজ্জামান খান, বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আলী হোসেন, পার্বত্য উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য ক্যানোওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লাওয়ে মারমা, ভাইস চেয়ারম্যন মহিলা শামীমা আক্তার উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু তাহের কোংপানী, নাইক্ষ্যংছড়ি সদরের সাবেক ইউপি চেয়ারম্যন ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি তসলিম ইকবাল চৌধুরী সাধারণ সম্পাদক মোঃ ইমরান মেম্বার, বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যন এ্যনিং মারমা, ঘুমধুম ইউপি চেয়ারম্যন জাহাঙ্গীর আজিজ প্রমূখ। এছাড়াও উদ্বোধনী অনুষ্টানে সরকারি ও বেসরকারি প্রতিষ্টানের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।