তরুণ শিক্ষক বিশ্বমিত্র চাকমার চিকিৎসা সহায়তা তহবিল সংগ্রহের কাজ শুরু

755

স্টাফ রিপোর্টার- রাঙামাটি জুরাছড়ি উপজেলার শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বমিত্র চাকমার চিকিৎসা সহায়তা তহবিল সংগ্রহের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বনরূপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে বিশ্বমিত্র চাকমার চিকিৎসা সহায়তা তহবিল সংগ্রহ কমিটির এক সভার মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।

রাঙামাটি সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও তহবিল সংগ্রহ কমিটির আহবায়ক সবিনয় চাকমার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কমিটির সহ আহবায়ক রাঙামাটি বিএম কলেজের প্রভাষক আনন্দজ্যোতি চাকমা, সাংবাদিক হিমেল চাকমা, সদস্য সচিব বনরূপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ¯েœহাশীষ চাকমা, হিলর ভালেদী সভাপতি সুপ্রিয় চাকমা শুভ, বিশ্বমিত্রে বড় ভাই অনন্ত রঞ্জন চাকমা।

সভায় সিদ্ধান্ত হয় বিশ্বমিত্রের চিকিৎসা তহবিল সংগ্রহের জন্য হৃদয়বান ব্যক্তির কাছ থেকে মানবিক সহায়তা গ্রহণ করা হবে। সভায় দেশ বিদেশের হৃদয়বান ব্যাক্তিদের কাছ থেকে মানবিক সহায়তা কামনা করা হয়। সভায় তহবিল সংগ্রহ কমিটির সহ আহবায়ক সাংবাদিক হিমেল চাকমা বলেন, বিশ্বমিত্রকে বাঁচিয়ে রাখার সকল শিক্ষক, হৃদয়বান ব্যাক্তিরা এগিয়ে আসলে তার চিকিৎসা সফলভাবে শেষ হবে। শুধু যোগাযোগ সমন্বয়ের অভাবের কারণে এতদিন বিশ্বমিত্রের চিকিৎসা পাচ্ছেন না। তহিবিল সংগ্রহ কমিটি সবাইকে এক প্লাটফর্মে এনে তহবিল সংগ্রহের কাজটি করে বিশ্বমিত্রের চিকিৎসা খরচ যোগান দেওয়া হবে।

উল্লেখ্য শিক্ষক বিশ্বমিত্র চাকুরীতে যোগদানের এক বছরের মাথায় অসুস্থ হলে ডাক্তারি পরীক্ষায় জানা যায় তার দুটো কিডনী নষ্ট হয়েছে। ডাক্তাররা তাকে বাঁচাতে হলে কিডনী প্রতিষ্ঠাপন করার পরামর্শ দেন। কিডনী দাতা না পাওয়ার কারণে এতদিন ডায়ালাইসিসের মাধ্যমে জীবন সংগ্রামে বেঁচে আছেন।

এ চিকিৎসা করতে ইতিমধ্যে সহায় সম্পত্তি বিক্রি করে নিঃস্ব হয় পড়ে তার পরিবার। সম্প্রতি একজন কিডনী দাতা পাওয়া গেলে বেঁচে থাকার আশা জাগে। তাই কিডনী প্রতিষ্ঠাপন ও পরবর্তী চিকিৎসার জন্য হৃদয়বান ব্যাক্তিদের কাছে মানবিক সহায়তা কামনা করে তার পরিবার।

এর প্রেক্ষিতে বিশ্বমিত্র চাকমার চিকিৎসা সহায়তা তহবিল সংগ্রহ কমিটি গঠন করা হয়। সোনালী ব্যাংক বনরূপা শাখায় বিশ্বমিত্র চাকমার চিকিৎসা সহায়তা তহবিল খোলা হয়। যার হিসাব নম্বর ৫৪০২৩০২০০০৪১৮। এছাড়াও মোবাইল ব্যাংকিং “ বিকাশ’’ এর মাধ্যমেও তহবিল সংগ্রহ করা হচ্ছে। যার নম্বর ০১৫৫০০০২৬৯৩, ০১৮৬৫৩৬৭৫৫৯, ০১৫৩৩০৯৯১৬৬, ০১৫৫৬৭১০০৮২