রাঙ্গামাটিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসুচীর উদ্বোধন

205

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – সারাদেশে ন্যায় রাঙ্গামাটিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২য় রাউন্ডে রাঙ্গামাটি জেলায় মোট ৭৯ হাজার ৪৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শনিবার সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর মাধ্যমে অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

এসময় রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ নিহার রঞ্জন নন্দী, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর, জেলা স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব শারমিন আক্তার জাহান, জেলা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মোঃ মোস্তফা কামাল, পৌর কাউন্সিলর কালায়ন চাকমা।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ডে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু খাবে নয় হাজার ২৯টি ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু খাবে ৭০ হাজার ৪১৭ ক্যাপসুল। পুরো জেলায় মোট ১ হাজার ৩১৫টি কেন্দ্র খোলা হয়েছে।