পার্বত্য চট্টগ্রামে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব দেশে নতুন মাত্রা যোগ করবে – মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক

1011

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – মুজিব বর্ষের শুরুতেই পার্বত্য অঞ্চলের উন্নয়ন বোর্ডের বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব দেশে একটি নতুন মাত্রা যোগ করবে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তিনি বলেন, বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চারের ইভেন্টগুলো দেশ বিদেশী তরুন সমাজকে আরো বেশী অনুপ্রাণিত করবে।

শনিবার সকালে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় মুজিববর্ষ উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের সহযোগিতায় ৫ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করতে গিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ’ ক’ ম মোজাম্মেল হক এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষযক মন্ত্রণালয়ের প্রাক্তন প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বাসন্তী চাকমা এমপি, ওসিয়ান সেলর এন্ড অ্যাডভেঞ্চার এর প্রতিনিধি গঝ. অঘঘঊ ছটঊগঊজঊ, কাপ্তাই নৌ বাহিনী শহীদ মোয়াজ্জম ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম এ মুকিত খান, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, পুলিশ সুপার মো: আলমগীর কবীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নববিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।

উৎসবে শতকন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমি শিল্পী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।