১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে মনোমুগ্ধ কুচকাওয়াজ ও ডিসপ্লে

290

রাঙ্গামাটিঃ-১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।
সকালে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ ও পুলিশ সুপার মোঃ আলমগীর কবির।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফি কামাল, রাঙ্গামাটি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রোবার্ট রোনাল্ড পিন্ট, রাঙ্গামাটি মুক্তিযোদ্ধা সংসদ (সদর) এর কমান্ডার মিজানুর রহমান, প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আফসার।
উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের চৌকস পুলিশ সদস্যরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ কুচকাওয়াজে অংশগ্রহনের মধ্যদিয়ে অতিক্রম করে অতিথি মঞ্চ। এসম অতিথি মঞ্চ থেকে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, পুলিশ সুপার মোঃ আলমগীর কবির সালাম গ্রহন করেন। পায়ে পায়ে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া কুজকাওয়াজ মুদ্ধ করে চারপাশে দর্শক সারিতে বসা হাজারো মানুষের মন।
কুচকাওয়াজ শেষে ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। বাংলার গৌরবময় সংগ্রামের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেন ডিসপ্লেতে অংশগ্রহন করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র-ছাত্রীরা।
পরে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহন করা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ ও পুলিশ সুপার মোঃ আলমগীর কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।