পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২২তম বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবানে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

207

বান্দরবানঃ-পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২২তম বর্ষপূতি উদযাপন উপলক্ষে বান্দরবানে চলছে সেনাবাহিনীর উদ্যাগে ২য় দিনের মত ফ্রি মেডিকেল ক্যাম্প।
বান্দরবান রাজার মাঠে বিশাল এলাকা জুড়ে অস্থায়ী ক্যাম্প তৈরি করে জেলার বিভিন্ন গরীব ও অসহায় ব্যক্তিদের বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করছে বান্দরবান সেনা রিজিয়ন।
এই চিকিৎসা শিবিরে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করছে। এসময় মেডিসিন, ডেন্টাল, সেচ্ছায় রক্তদান, পরিবার-পরিকল্পনাসহ বিভিন্ন ধরণের চিকিৎসা সেবা প্রদান করছে সেনাবাহিনীর চিকিৎসকরা।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২২তম বর্ষপূতি উদযাপন উপলক্ষে সোমবার সকাল থেকে বান্দরবান রাজার মাঠে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুইদিনব্যাপী এই চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম চলছে এবং বিকেলে এই ক্যাম্পের সমাপ্তি হবে।