উৎপাদনমুখী পরিবেশ সৃষ্টি করতে পারলে দেশ এগিয়ে যাবে – এ কে এম মামুনু রশিদ

366

নিজস্ব প্রতিবেদক ,রাঙ্গামাটি : আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনু রশিদ। তিনি বলেন, দেশের মানুষদের উৎপাদনমুখী পরিবেশ সৃষ্টি করতে পারলে দেশ অনেক দুর এগিয়ে যাবে।

বুধবার (২ অক্টোবর) সকালে ’’বৈশি^ক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা’’ এই প্রতিপাদ্যের আলোকে রাঙ্গামাটিতে র‌্যালী উত্তর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় উৎপাদনশীল দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে সকালে এক বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি রাঙ্গামাটি পৌর চত্তর থেকে শুরু করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এসে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালী ও আলোচনা সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হুসনে আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি বিভাগ) শারমিন আলম, বিভিন্ন মিডিয়া সাংবাদিক ও উদ্যেক্তাগণ।