নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগ, নানিয়াচর উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার গণমাধ্যমের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির তালিকা প্রকাশিত হয়।
রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার স্বাক্ষরিত ওই তালিকায় ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি থুইশিপ্রু মারমার সঙ্গে সহ-সভাপতি পদের রয়েছেন ১১ জন। সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলমের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন ৫ জন। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মোট ৫ জন।
এরআগে, ২৩জুলাই কাউখালী উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐসময় সভাপতির পদে থুইশিপ্রু মারমার ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলমের নাম ঘোষণা করা হয়। সম্মেলনের ২মাস পর এ ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।