স্থায়ী ক্যাম্পাসের দাবি নিয়ে রাঙামাটিতে রাজপথে রামেক শিক্ষার্থীরা

363

নিজস্ব প্রতিবেদক: স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গতকাল বুধবার থেকে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

আজ বৃস্পতিবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে রাঙামাটি চট্টগ্রাম সড়ক ঘেঁষে বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি না মানা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছেন। বুধবার সকালে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিলসহ অনশন করে শিক্ষার্থীরা।

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজপথের সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধনে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন,পঞ্চম ব্যাচের শিক্ষার্থী নাবিলা,আকিবুল, মুন্না,ইরফান হোসেন ও মোঃ কাউসারসহ আরো অনেকে।

শিক্ষার্থীদের মৌলিক দাবি উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ,স্থায়ী হোস্টেল নির্মাণ, মেডিকেল কলেজকে ২৫০ বেডে উন্নতি করা, পেক্টিক্যাল করার সরঞ্জামাদি ক্রয় ও শেষ বর্ষের শিক্ষার্থীদের ইন্টানি করার সরঞ্জামাদি ক্রয় করা। এসব সমস্যার দ্রুত সমাধান করা না হলে শিক্ষার্থীদের আন্দোলন আরো বেগবান হবে।

শিক্ষার্থীরা আরো বলেন, রাঙামাটি মেডিকেল কলেজের সাথে সারা দেশে মোট ৫টি মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে। রাঙামাটি মেডিকেল কলেজ ছাড়া বাকিসব কটি মেডিকেল কলেজে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীরা ক্লাস করছে কিন্তু রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এখনো স্থায়ী ক্যাম্পাসে উঠতে পারেনি। তাই আমরা শিক্ষার্থীদের ন্যায্য দাবি নিয়ে আজ বাধ্য হয়ে রাজপথে দাঁড়াতে হয়েছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

রাঙামাটি মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা.টিপু সুলতান বলেন, ডিপিপি অনুমোদনের পরে মেডিকেল কলেজের স্থায়ী ভবন নির্মাণে নকশা ড্রয়িং গণপূর্ত বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। গণপূর্ত তাদের কাজ শেষ করে জমা দিলে সেটি একনেকে পাস হবে। একনেকে পাস হলেই স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম শুরু হবে। তবে তাদের আন্দোলন করাটা যুক্তি আছে বলে মন্তব্য করেন। তিনি বলেন এসব ব্যাপারে ভাল জানবেন মেডিকেল কলেজ প্রকল্প পরিচালক ডা.শহীদ তালুকদার।