খাগড়াছড়ি ও বান্দরবানে নারী ও শিশু ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

301

খাগড়াছড়ি ও বান্দরবান প্রতিনিধি : খাগড়াছড়ি ও বান্দরবানের নারী ও শিশু ধর্ষণ বন্ধ, ধষর্নের পরবর্তী হত্যা ও যৌন অত্যাচার সহ সকল সহিংসতার বিরুদ্ধে ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি : নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায়বিচারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম উইমেন রিসোর্স নেটওয়ার্কসহ সচেতন নাগরিক সমাজ ও স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিনিধিগণ।

মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সারা দেশের নারী-শিশু ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদ জানান নারীরা। সমাবেশে পার্বত্য চট্টগ্রাম উইমেন রিসোর্স নেটওয়ার্ক’র খাগড়াছড়ি পার্বত্য জেলার আহবায়ক ও কাবিদাং এর নির্বাহী পরিচালক লালসা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি নমিতা চাকমা, আলো এনজিও সংস্থার নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা, মানবাধিকার কর্মী ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির প্রতিনিধি ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সভাপতি কাজল বরন ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল এর ওয়ান-স্টপ-ক্রাইসিস (ওসিসি) প্রতিনিধি রনজিৎ সরকার, সাংবাদিক অপু দত্ত, সচেতন নারী সমাজের প্রতিনিধি কৃষ্টি চাকমা, নারী পক্ষ প্রতিনিধি অর্থি চাকমা, কেএমকেএস প্রতিনিধি মুক্তা ভট্টাচার্য, ইয়েস প্রতিনিধি নিশি ত্রিপুরা প্রমূখ।

বান্দরবান : মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে বিএনকেএস, গ্রাউস, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন, তহজিংডং, একেএস, দূর্বার ও নারী পক্ষ ও মানবাধিকার সংগঠনগুলো যৌথ উদ্যোগের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দূর্বার নেটওর্য়াক চট্টগ্রাম বিভাগের সভাপতি ডনাইপ্রু নেলীর সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন বান্দরবান জেলার সভাপতি অংচমং মার্মা, এ্যাড: উম্যাসিং মারমা, নারী নেত্রী সুচিত্রা তঞ্চঙ্গ্যা, বিএনকেএস এর পক্ষে প্রজেক্ট কো-অর্ডিনেটর উবানু মারমা, পিসি দীপ জয়া দেওয়ান, পিসি মানব কুমার চাকমা, নারী উদ্যোক্তা উম্মে কুলসুম খুকী, নিনিপ্রু, জিনদুআওয়া বম, পারমিতা চাকমা এবং গ্রাউস এর মুইলিয়াম বমসহ বান্দরবান বিভিন্ন নারী সংগঠনের নারী নেত্রী ও মানবাধিকার নেতারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা, নারী ও শিশু ধর্ষণ বন্ধ, ধষর্নের পরবর্তী হত্যা ও যৌন অত্যাচার সহ সকল সহিংসতার বন্ধ করার আহবান জানান ও এধরনের সহিংসতার বিরুদ্ধে ন্যায় বিচারের দাবি জানান।