সেনা সদস্য নিহতের ঘটনায় রাজস্থলীতে যৌথবাহিনীর বিশেষ অভিযান , বসানো হয়েছে ৭টি অস্থায়ী চেকপোষ্ট

779

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির রাজস্থলীতে সেনা সদস্য নিহতের ঘটনায় সোমবার (১৯ আগষ্ট) ভোর থেকে অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জুনায়েত কাওছারের নেতৃত্বে কাপ্তাই, চন্দ্রঘোনা ও রাজস্থলী এলাকায় টহল, ৭টি অস্থায়ী চেকপোস্ট ডিউটির পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) জুনায়েত কাওছার বলেন, সেনাবহিনীর একটি টহল দলের উপর সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনার কারণে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিকেল থেকে সেনাবিহিনীর পাশাপাশি পুলিশের টহল জোড়দার করা হয়েছে। ৭টি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। চালানো হচ্ছে অভিযান। তবে এখনো কাউকে আটক করা যায়নি।

রবিবার (১৮ আগষ্ট) সকালে সেনাবাহিনীর একটি টহল দলের উপর গুলি চালায় সন্ত্রাসীরা। এতে সেনা সদ্যস্য মো. নাসিম (১৯) গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এই ঘটনায় চন্দ্রঘোনা-রাজস্থলী ও রাজস্থলী-বান্দরবান সড়কে থমথমে পরিস্থিতি বিরাজ কররছে।