বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি‘র রায় কার্যকর করতে হবে – কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

270

খাগড়াছড়ি প্রতিনিধি : শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের মধ্যে এখনো কয়েকজন খুনিঁ বিদেশে পালিয়ে আছে, অবিলম্বে তাদের বিদেশ থেকে ফিরিয়ে এনে বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর করতে হবে। তাহলেই জাতি কলংকমুক্ত হবে।

১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা নুরুন্নবী চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার আহামার উজ্জামান, পৌরসভার মেয়র রফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, সিভিল সার্জেন্ট ডাঃ ইদ্রিছ মিয়াসহ প্রমুখ।

১৫ আগস্ট উপলক্ষে বৃহস্পতিবার সকালে আদালত সড়ক হয়ে একটি শোক র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হলস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। র‌্যালীতে বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসা ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়।

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন কবিতা আবৃতি ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
১৫ আগস্ট উপলক্ষে খাগড়াছড়ি আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচী পালন ঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল, পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও শোক র‌্যালীর মধ্য দিয়ে খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

সকালে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে শোক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দুপুরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী (০৯) আসনের এমপি বাসন্তি চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী, কল্যাণ মিত্র বড়–য়া, আওয়ামীলীগ নেতা জাহেদুল আলম,কল্যাণ মিত্র বড়–য়া, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, যুব ও ক্রীড়া সম্পাদক মংশেইপ্রæ চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক এড.আশুতোষ চাকমা,জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, আ: জব্বার, পার্থ ত্রিপুরা জুয়েল, শতরূপা চাকমা, জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা, যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরাসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।