বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে – বীর বাহাদুর এমপি

273

বান্দরবান প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন, ১৫ আগষ্ট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কলঙ্কময় একটি অধ্যায়। কারন ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারকে হত্যা করে ষড়যন্ত্রকারীরা এদেশকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। ভাগ্যক্রমে বঙ্গবন্ধুর ২কন্যা বেচেঁ যাওয়ায় ষড়যন্ত্রকারীদের স্বপ্ন পূরন সম্ভব হয়নি।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ বিশ্বে মাথা উচু করে দাড়িয়ে আছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বান্দরবান জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোক দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি এসব কথা বলেন।

অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মো: শফিকুর রহমান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ অংসুই প্রæ মারমা, জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ মুছা কোম্পানী, সহ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ সরকারি বেসরকারি কর্মকর্তা, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ৭টায় স্থানীয় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে দলীয় নেতাকর্মী ও সরকারি বেসরকারী কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

এরপরই বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি শোক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে জমায়েত হয়।

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান জেলা শাখার উদ্যোগে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অন্যদিকে বান্দরবানে বিভিন্ন স্থানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনাসহ গণভোজের আয়োজন করেছে বান্দরবান জেলা আওয়ামীলীগ।