রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগ সম্মেলনের ১ম অধিবেশন সফলতার সাথে সম্পন্ন

921

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে  বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশ সফতার সাথে সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (২৭জুলাই) রাঙামাটি সরকারি কলেজ শাখার আয়োজনে রাঙামাটি শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে এই ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের আগে জাতীয় সংগীত ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন এবং শান্তির পায়রা উড়িয়ে প্রথম অধিবেশনের শুরু হয়।

সম্মেলনে উদ্বোধক হিসাবে ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলার সভাপতি মোঃ আব্দুল জব্বার সুজন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।

সম্মেলনের প্রথম অধিবেশনে রাঙামাটি সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি মোঃ সুলতান মাহমুদ (বাপ্পা)’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহম্মেদ ইমতিয়াজ রিয়াদের সঞ্চালনায় বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা।

বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো: কামাল উদ্দিন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুসা মাতব্বর, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মো: শহিদুজ্জামান মহসিন (রোমান), রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, রাঙামাটি সরকারি কলেজ শাখার সহ সভাপতি মোঃ নুর আলম, সদস্য সচিব, রাঙামাটি সরকারি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো: কাউছার রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনে কলেজ কমিটির সভাপতির বক্তব্য শেষে রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ২টা ৫মিনিটে বিলুপ্ত ঘোষনা করেন। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন হওয়ার কথা থাকলেও তা স্থগিত করেন জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশন স্থগিতের বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন বলেন,  কাউন্সিলকে ঘিরে ১০জন পদ-প্রত্যাশীর জীবন বৃত্তান্ত আমরা হাতে পেয়েছি। প্রার্থীদের জীবন বৃত্তান্ত সম্মেলনের দুইদিন আগে দেওয়ার কথা থাকলেও তা জেলা ছাত্রলীগের কাছে কলেজ ছাত্রলীগের দায়িত্ব প্রাপ্তরা বুঝিয়ে দেননি। তা বুঝিয়ে দেওয়া হয়েছে আজ সম্মেলনের দিন। ১০জন পদ-প্রত্যাশীর মধ্যে আমরা অনেকের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ পেয়েছি। তা যাচাই-বাছাই করতে সময়ের প্রয়োজন। যেহেতু রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগ একটি গুরুত্বপূর্ণ ইউনিট। তাই আমরা জেলা ছাত্রলীগ আজকের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন স্থগিত রেখেছি।