খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে সনাতন যুব পরিষদের পাঠ্যপুস্তক বিতরণ

211

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে সনাতন ছাত্র যুব পরিষদের নিজস্ব ভবনে শিক্ষার্থীদের মাঝে এসব পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বপন ভট্টচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠিত পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডিলর সদস্য রনজিত দে, স্বপন দেবনাথ,ধন চন্দ্র সেন, স্বপন চৌধুরী, তমাল দাশ লিটন, সহ-সভাপতি বিমল দেবনাথ, সহ-সাধারণ সম্পাদক লিটন ভট্টচার্য্য রানা, সাংগঠনিক সম্পাদক পায়েল দাশ, প্রচার সম্পাদক নেপাল শীল, সমাজ সেবা সম্পাদক বিকাশ দেবনাথ প্রমুখ।

অনুষ্টানে বক্তারা শিক্ষার্থীদের উদেশ্যে বলেন, মনযোগ দিয়ে পড়ালেখা করে দেশের উন্নয়নে নিজেদের আত্মনিয়োগ করতে হবে। পড়ালেখা চলা অবস্থায় ফেসবুক ব্যবহারে সতর্ক থাকার আহবান জানিয়ে বক্তারা আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলাসহ সাংস্কৃতিক কর্মকান্ডে নিজেদের সম্পৃক্ত থাকার পাশাপাশি নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে নিজ সম্প্রদায়ের কল্যাণে কাজ করার আহবান জানান বক্তারা।

এসময় অতিথিবৃন্দ প্রায় ১০০ জন শিক্ষার্থীর মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করেন। এসময় আরো আট উপজেলার সনাতন ছাত্র যুব পরিষদের সভাপতি/সম্পাদক ও সদস্যরাসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।