বান্দরবানের আওয়ামীলীগ নেতাকে গুলি করে হত্যা

262

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত নেতার নাম মং মং থোয়াই মারমা (৫০)। তিনি রোয়াংছড়ির তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
সোমবার দুপুরে বান্দরবান-রোয়াংছড়ি সড়কের শামুকছঝিড়ি এলাকায় মোটরসাইকেল করে আসার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে।

স্থানীয়রা জানায়, দুপুরে রোয়াংছড়ি থেকে বান্দরবান সদরে আসার পথে শামুকঝিড়ি এলাকায় সন্ত্রাসীরা মংমং থোয়াইকে পাঁচটি গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বান্দরবান সদর হাসপাতালের ডাক্তার চিংম্রাসা বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর জানিয়েছেন, কারা গুলি করেছে তা এখনো স্পষ্ট নয়। তবে রোয়াংছড়ি আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ হত্যাকান্ডের জন্য জনসংহতি সমিতিকে দায়ী করেছেন।

বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।সন্ত্রাসীদের ধরতে ইতিমধ্যে সেখানে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত দুই মাসে বান্দরবানে জনসংহতি সমিতি ও মগ লিবারেশন পার্টির মধ্যে সংঘাতে উভয় দলের অন্তত ছয়জন নিহত হয়েছে।