পার্বত্য জেলা পরিষদের নির্বাচন ও সেনা ক্যাম্প স্থাপনের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

211

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি – পাহাড়ে আরো সেনা ক্যাম্প স্থাপন, পাহাড়ী বাঙ্গালী বৈষম্য দূর করাসহ পার্বত্য জেলা পরিষদগুলোর নির্বাচনের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

সোমবার দুপুরে খাগড়াছড়ি শাপলা চত্বর এলাকায় আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল মজিদ, জেলা সভাপতি আসাদ উল্লাহ, সহ সভাপতি সুমন আহম্মেদ, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন কায়েস, যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেছেন, বর্তমান জেলা পরিষদের মাধ্যমে বাঙ্গালীদের সাথে প্রতিনিয়ত বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। সরকারি প্রতিষ্ঠান, দাতা সংস্থাগুলোর পক্ষ থেকে দেয়া কৃষি সরঞ্জামসহ বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। তাই তারা অবিলম্বে পার্বত্য জেলা পরিষদগুলোর নির্বাচন দেয়ার দাবী জানান।