রোয়াংছড়ি প্রতিনিধি : বান্দরবানের রোয়াংছড়ি হয়ে ভ্রমণে এসে রুমা পাইন্দু খালে পানিতে ডুবে বিএনএস হাজি মহসীন ঢাকা বাংলাদেশ নৌবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মো: আসিফ (২৩) ও গ্রীন হার্ট আর্ট কলেজে ছাত্রী জান্নাত (১৮) নামের দুই পর্যটক পানিতে ডুবে নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শনিবার (২৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে রোয়াংছড়ি হয়ে ফেরার পথে রুমা পাইন্দু খাল পাড় হওয়ার সময় পানিতে ডুবে তারা নিখোঁজ হয়। এদের সঙ্গে থাকা আরো বাকী ৪ জন পর্যটক রোয়াংছড়ি উপজেলা পাইক্ষ্যং পাড়ায় অবস্থান করে আছেন বলে জানা গেছে। তবে তাদের নাম পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে নিখোঁজ লেফটেন্যান্ট মো: আসিফ সহ ৬জনের দল ঢাকা থেকে বান্দরবানে আসে ৩ দিন আগে রোয়াংছড়ি সড়ক হয়ে রুমা উপজেলা অন্তর্গত তিনাপ সাইটার নামে প্রাকৃতিক ঝর্ণাতে যায়। রোয়াংছড়ি সদর ইউপির ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য লাল রোসাং বম বলেন, গত ৩দিন আগে ট্যুরিস্ট গাইড পলাশ তঞ্চঙ্গ্যা ও জেমশন বম এর দায়িত্বে ৬ পর্যটককে নিয়ে যায় তিনাপ সাইটার ঝর্ণাতে। এসময় খাল পারাপারের সময় পানিতে ডুবে তারা নিখোঁজ হন বলে জানান তিনি।
শনিবার রনি পাড়ার উদ্দেশ্যে ফেরার সময় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গাইড পলাশ তঞ্চঙ্গ্যার কাছ থেকে জানতে মুঠোফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া গেছে। তবে গাইড জেমশন বম এর সাথে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে পরে বিস্তারিত তথ্য বলব বলে কল কেটে দেন।
এব্যাপারে রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোয়াংছড়ি থেকে গেছে ঠিকই তবে রুমা এলাকার হওয়ায় রুমা থানা পুলিশ ঘটনাস্থলে গেছে।