গোসল করতে নেমে সাংগু নদীতে গৃহবধূ নিখোঁজ

328

বান্দরবান প্রতিনিধি – বান্দরবানের সাংগু নদীতে গোসল করতে নেমে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) সকালে বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কালাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ ফরহাদ উদ্দিন জানান।

নিখোঁজ খুরশিদা বেগমের (৪০) বাড়ি পৌর এলাকার মোহাম্মদপুর এলাকায়। স্টেশন কর্মকর্তা ফরহাদ বলেন, খুরশিদাকে উদ্ধারে সাংগু নদীতে অভিযান শুরু করা হয়েছে এবং চট্টগ্রাম থেকে ও বিশেষ ডুবুরির দল নিয়ে আসা হচ্ছে। তারা আসলে সম্মিলিতভাবে উদ্ধার অভিযান আরো দ্রæততার সহিত চালানো হবে বলে জানান তিনি।

বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম বলেন, খুরশিদা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। তিনি জানান, সাংগু নদীতে গোসল করতে নামলে পা পিছলে খুরশিদা পানিতে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।