নিজস্ব প্রতিবেদক – রাঙ্গামাটি সদর উপজেলার ৬ নং বালুখালী ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গত ৩০ মে বালুখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান বিজয় গিরি চাকমা উন্নয়ন খাতে ৬৭ লক্ষ ৪৫ হাজার টাকা বাজেট ঘোষণা করেন।
বালুখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় গিরি চাকমার সভাপতিত্বে বাজেট সভায় সরকারী বিভিন্ন বিভাগের প্রতিনিধিবৃন্দ, হেডম্যান, কার্বারী, এনজিও ও প্রতিনিধিসহ বালুখালী ইউনিয়ন পরিষদের সকল সদস্য সদস্যাবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাজেটে আগামী অর্থ বছরের বাজেটের ইউপির নিজস্ব আয় বৃদ্ধির লক্ষ্য নিয়ে বাজেট প্রনয়ন করা হয়। এ বাজেটে উন্নয়ন খাতে ৬৭,৪৫,০০০/- টাকা বাজেট ধার্য্য করে বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান বিজয় গিরি চাকমা। তিনি বাজেট বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
বাজেট সভায় উপস্থাপনা করেন ৬ নং বালুখালী ইউনিয়ন পরিষদের সচিব প্রকাশ তালুকদার।